
নেপাল আর বাংলাদেশে জেন-জি : অমিলে মিল
নেপালেও জেন-জির বিক্ষোভের মুখে সরকারের পতন ঘটল। এ ঘটনা সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশের সঙ্গে নেপাল পরিস্থিতির বেশকিছু মিল থাকলেও অমিলও কম নয়। বাংলাদেশে স্বৈরতান্ত্রিক সরকারকে হটানোর আর কোনো উপায় ছিল না। ক্ষমতার হাতবদল হয়ে পড়েছিল কল্পনাতীত ও অসম্ভব বিষয়। দিনের ভোট রাতে হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার। সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদকে আছড়ে ফেলা ছাড়া আর কোনো পথ ছিল না। কিন্তু নেপালে নির্বাচনের মাধ্যমে নিয়মিত সরকার পরিবর্তন ঘটেছিল। ওইসব নির্বাচন অবাধ ও নিরপেক্ষই ছিল। পরাজিত দলও কারচুপির অভিযোগ করেছিল বলে শোনা যায়নি।
তবে মিলও আছে অনেক জায়গায়। উভয় দেশেই রাজনীতিবিমুখ হিসাবে পরিচিত তরুণরাই সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। চেতনার ব্যবসায়ীদের উভয় দেশেই বিতাড়িত করা হয়েছে। বাংলাদেশে ভারতের আধিপত্যের বিরোধিতাকারীদের স্বাধীনতাবিরোধী হিসাবে চিহ্নিত করে কথিত মুক্তিযুদ্ধের চেতনার যে বড়ি গেলানোর কাজ চলছিল, সেটা তরুণরা প্রত্যাখ্যান করেছে। নেপালেও রাজতন্ত্র অবসানের পর জনসাধারণ বামপন্থিদের ভোট দিয়ে আসছিল। প্রতিটি নির্বাচনে বামপন্থিরাই জয়ী হয়ে আসছিল। কিন্তু ওই বাম চেতনার অর্থ যদি হয় দুর্নীতি, অব্যবস্থাপনা আর অলির বদলে প্রচন্ড এবং প্রচন্ডের বদলে অলির আসা-যাওয়া, সেটা আর গ্রহণযোগ্য হচ্ছিল না। উভয় দেশেই তরুণরা কোনো একটি চেতনাকে রাজনীতিকরণ এবং এর মাধ্যমে দেশবাসীকে বিভাজিত করার দিন শেষ করে দিয়েছে।
ভালো কিছু হওয়ার জন্য নেপালে রাজতন্ত্রের অবসান ঘটানো হয়েছিল। কিন্তু তবু দেশটি এখনো বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর একটি রয়ে গেছে। বেকারত্বের হার প্রায় ১৩ শতাংশ। চাকরি সৃষ্টি কিংবা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠার বদলে প্রবাস-আয়ের ওপর নির্ভরশীল দেশে পরিণত হয়েছে। তাদের কাছে গণতন্ত্র একটি প্রমাণিত ফাঁকা বুলি হিসাবে চিহ্নিত হয়েছে। একদিকে জনসাধারণ আরও গরিব হচ্ছে, অন্যদিকে তাদের রক্তে রাজনীতিবিদরা ফুলে-ফেঁপে উঠছেন। এটা মেনে নেওয়া আর সম্ভব ছিল না।
সামাজিক মাধ্যমের ওপর বিধিনিষেধের কারণেই এ ক্ষোভ সৃষ্টি হয়নি। ক্ষোভ জমা হচ্ছিল। সামাজিক মাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের ফলে সেটি কেবল বিস্ফোরিত হয়েছে। সেটা অন্য কোনো উসিলাতেও হতে পারত। একইসঙ্গে মনে রাখতে হবে, ভারতের দাদাগিরি মেনে না নিতে পারা মানে চীনের আধিপত্য বরণ করা নয়। তরুণরা দেশটিকে বৃহৎ প্রতিবেশীদের ক্রীড়াভূমি হিসাবে দেখতে নারাজ। ফলে নেপালের আগুনে যারা আলু পোড়া খেতে চায়, কিংবা দাবানলটি আরেকটু উসকে দিতে চায়, তাদের সতর্ক হওয়ার দরকার আছে। কারণ, চাওয়া-পাওয়ার হিসাব না মিললে তাদেরও একই পরিণতি বরণ করতে হতে পারে।
নেপালের মতো বাংলাদেশেও জেন-জি সংখ্যাগরিষ্ঠ। মধ্যবিত্তের চিরচেনা ছকটি তারা পালটে দিয়েছে। মধ্যবিত্ত শ্রেণিকে একসময় নেতৃত্ব দিত শহুরে শ্রেণি। কিন্তু এখন মফস্বল, এমনকি গ্রাম থেকে নতুন শ্রেণির সদস্যরা আসছে। তারা অন্যদের পরিচয়ে এগোতে চায় না। তারা স্বকীয় পরিচয়ে পরিচিত হতে চায়। তারা তাদের সমস্যার সমাধান চায়। কোনো একটি চেতনার বড়ির নেশায় আসক্ত হতে চায় না। তাদের চাওয়া পাওয়া অভিন্ন। ফলে এক হতে বেশি সময় লাগে না।
- ট্যাগ:
- মতামত
- সরকার পতন
- গণঅভ্যুত্থান
- জেন-জি