চা-কফি নয়, বিশেষ পানীয় পান করেন রাধিকা

যুগান্তর প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সুস্থ থাকতে এবং দেহের বিপাকক্রিয়ার উন্নতির জন্য সকালে খালি পেটে একটি বিশেষ পানীয় পান করেন। সামাজিক মাধ্যমে তার ভক্ত- অনুরাগীদের সঙ্গে সেই বিশেষ পানীয় শেয়ার করেও নিয়েছেন। 


সম্প্রতি সেই পানীয়ের রহস্যই এবার এক সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।


ফিট থাকার পাশপাশি নিজের স্বাস্থ্যের প্রতিও নজর দেন অভিনেত্রী। তবে বিশ্বাস করেন, সুস্বাস্থ্য বজায় রাখতে হলে ডায়েটের প্রতিও নজর দেওয়া উচিত।  রাধিকা আপ্তে বলেন, তিনি সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে জিরা ও ধনে ভেজানো পানি পান করেন। সকালের এ অভ্যাস তার সারা দিনের হজমশক্তি বৃদ্ধি করে। পাশাপাশি বিপাকক্রিয়ার হার ঠিক রাখে। 


অভিনেত্রী বলেন, একসময়ে সকালে কালো কফি পান করতেন। কিন্তু তার পরিবর্তে স্বাস্থ্যকর পানীয় শুরু করার পর থেকে তার স্বাস্থ্যের উন্নতি ঘটেছে। কোনো কোনো সময়ে পানীয়টির স্বাদের পরিবর্তন করার জন্য তিনি সঙ্গে শসা কুচি মিশিয়ে নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও