
ফিলিস্তিন রাষ্ট্রের নাম মুছে দিতে চান নেতানিয়াহু?
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কখনোই ভালো চোখে দেখেনি ইসরায়েল। সম্প্রতি এক অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আত্মবিশ্বাসী কণ্ঠে অঙ্গীকার করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না।
গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।
গত কয়েক মাসে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ওই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকতা দেওয়ার অঙ্গীকার করেছে ফ্রান্স, কানাডা, মাল্টা, বেলজিয়াম ও ব্রিটেন। আরো কয়েকটি দেশ বিষয়টি বিবেচনায় রেখেছে।
স্বভাবতই, ফিলিস্তিনকে স্বীকৃতির উদ্যোগে 'তেলে বেগুনে' জ্বলে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রশাসনের নেতারা। সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও এ ধরনের উদ্যোগের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে।