গত ৭২ ঘণ্টায় ছয় দেশে একযোগে হামলা চালিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। কাতার থেকে শুরু করে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে দেশটি মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরণের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বের বৈঠকে লক্ষ্য করে ইসরায়েল একটি বিমান হামলা চালায়। সেখানে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। হামলায় ছয়জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, তিনজন দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। তবে শীর্ষ নেতারা হামলা থেকে বেঁচে গেছেন বলে জানা গেছে।
এই হামলা ইসরায়েলের সাম্প্রতিক সীমান্ত ছাড়িয়ে পরিচালিত হামলার অংশ। গত ৭২ ঘণ্টায় এটি ষষ্ঠ দেশ যেখানে ইসরায়েল আঘাত হেনেছে এবং চলতি বছরে সপ্তম।