
তৃতীয় প্রান্তিকে ৬০ শতাংশ বাজেট ব্যয় না হলে এরপর বরাদ্দ বন্ধ, অর্থ বিভাগের হুশিয়ারি
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বাজেট বরাদ্দের ৬০ শতাংশের কম খরচ হলে চতুর্থ প্রান্তিকে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে অর্থ বিভাগ।
গতকাল বুধবার অর্থ বিভাগের এক পরিপত্রে জানানো হয়েছে, অর্থবছরের শেষ মুহূর্তে গিয়ে বাজেট খরচের হুড়োহুড়ি রোধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কেননা, শেষ সময়ে খরচ করতে গিয়ে প্রায়শই সরকারি অর্থের অপব্যবহার করা হয়।
সরকারি সংস্থাগুলো তৃতীয় প্রান্তিকের মধ্যে নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হলে, চতুর্থ কিস্তি স্বয়ংক্রিয়ভাবে আটকে দেওয়া হবে বলে পরিপত্রে সতর্ক করা হয়েছে।
অর্থ বিভাগ জানিয়েছে, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে—অর্থবছরের শুরুতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বাজেট বাস্তবায়ন গতি খুবই কম থাকে। কিন্তু, শেষ প্রান্তিকে খরচ বেড়ে যায়।
অনেক ক্ষেত্রে, অর্থবছরের শেষ দিকে প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্য না রেখেই দ্রুত বরাদ্দের অর্থ ছাড় ও ব্যয় করা হয়। সেক্ষেত্রে প্রায়শই সঠিক প্রক্রিয়া না মেনে অর্থ ছাড় ও ব্যয় করা হয়। এতে সীমিত সরকারি সম্পদের অপব্যবহার, অপচয় ও অনিয়ম হয় এবং সরকারি ব্যয়ের মান ক্ষুণ্ণ করে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বাজেট বরাদ্দ