প্রযুক্তিপণ্যের বাজারে বিক্রি স্বাভাবিক, দামও অপরিবর্তিত

প্রথম আলো প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৭

এ সপ্তাহে রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারে প্রায় সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। কম্পিউটারের পাশাপাশি হেডফোন, ওয়েবক্যাম, স্টোরেজ ডিভাইস ও বিভিন্ন ধরনের কি–বোর্ডে ক্রেতাদের চাহিদা থাকায় পণ্য বিক্রি স্বাভাবিক সময়ের মতো হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রেতারা। একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে।


প্রসেসর


ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৫ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪০ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৪ হাজার ৫০০ টাকা, কোর আই-৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ২৯ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২০ হাজার ৫০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।


এএমডি: রাইজেন-৯ ৭৯০০এক্স ৪.৭০-৫.৬০ গি.হা. ৩৯ হাজার টাকা, রাইজেন-৭ ৫৭০০জি ৩.৮- ৪.৬ গি.হা. ১৫ হাজার টাকা, রাইজেন-৭ ৭৭০০এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩৩ হাজার টাকা ও রাইজেন-৫ ৫৬০০জি ৩.৯০-৪.৪০ গি.হা. ১৪ হাজার ৮০০ টাকা।


মাদারবোর্ড


আসুস: প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৫০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৯ হাজার ৩০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াইফাই-৭) ৩৮ হাজার টাকা।


গিগাবাইট: গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স (ডিডিআর ৪) ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার ২০০ টাকা, গিগাবাইট বি৪৫০এম ডিএস৩এইচ ভি২ (ডিডিআর ৪) এএমডি মাদারবোর্ড ১১ হাজার টাকা।


এমএসআই: প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর ৪) ১১ হাজার টাকা, বি৪৫০এম-এ প্রো ম্যাক্স ৮ হাজার টাকা।


র‍্যাম


ট্রান্সসেন্ড: জেটর‍্যাম ৮ জিবি (ডিডিআর ৫) ৪৮০০ মেগাহার্টজ ৩ হাজার ৫০০ টাকা, জেটর‍্যাম ১৬ জিবি (ডিডিআর ৫) ৪৮০০ মেগাহার্টজ ৬ হাজার ৫০০ টাকা, জেটর‍্যাম ৩২ জিবি (ডিডিআর ৫) ৪৮০০ মেগাহার্টজ ১২ হাজার টাকা।


করজেয়ার: ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ৪ হাজার টাকা, ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৬ জিবি ৬ হাজার টাকা, ভেনজিন্স আরজিবি ১৬ জিবি (ডিডিআর ৫) ৬০০০ মেগাহার্টজ গেমিং র‍্যাম ৯ হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও