
স্টারলিংকের ৪ স্থানীয় গেটওয়ে স্থাপন
ডেইলি স্টার
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৫
স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড সারা দেশে চারটি স্থানীয় গেটওয়ে স্থাপন সম্পন্ন করেছে। ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের উপস্থিতি আরও দৃঢ় করতে এই উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সাম্প্রতিক পরিদর্শনে জানা গেছে, গাজীপুরের হাইটেক পার্কে দুটি এবং রাজশাহী ও যশোরে একটি করে গেটওয়ে স্থাপন করা হয়েছে।
তবে দ্য ডেইলি স্টারের হাতে আসা নথি অনুযায়ী, পরিদর্শনের সময় স্টারলিংকের কোনো প্রতিনিধি না থাকায় গেটওয়েগুলো পুরোপুরি কার্যকর কিনা তা নিশ্চিত হতে পারেনি বিটিআরসি।
অন্যদিকে, স্থানীয় অংশীদার কোম্পানিগুলোর দাবি, ৯ আগস্ট থেকে কালিয়াকৈরের গেটওয়ের মাধ্যমে এবং ২০ আগস্ট থেকে রাজশাহী ও যশোরের গেটওয়ের মাধ্যমে ইতোমধ্যেই বাণিজ্যিক ট্র্যাফিক চালু হয়েছে।