বাজার প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির অংশ এ বছরের অগাস্টে সবচেয়ে বেশি কমেছে মার্কিন ইভি নির্মাতা টেসলার, যা ২০১৭ সালের পর থেকে কোম্পানিটির সবচেয়ে বড় পতন।
গবেষণা প্রতিষ্ঠান ‘কক্স অটোমোটিভ’ বলেছে, আগে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হত টেসলার বিভিন্ন গাড়ি। তবে এখন টেসলার পুরানো মডেলের গাড়ি না কিনে অন্যান্য কোম্পানির নতুন ও উন্নত মডেলের বিদ্যুচ্চালিত গাড়ি কিনছেন ক্রেতারা। ফলে মার্কিন বাজারে টেসলার বিক্রির পরিমাণ আট বছরের মধ্যে এবার সবচেয়ে নিচে নেমেছে।
রয়টার্স লিখেছে, এ খাতে বর্তমানে কঠিন সময়ে পার করছে ইভি নির্মাতারা। ফলে গাড়িতে ছাড় বাড়ানোর কারণে এসব গাড়ি নির্মাতারা কতটা ঝুঁকিতে রয়েছে– টেসলার এ পতন থেকে তারই ইঙ্গিত মেলে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইভির বিক্রি বাড়তে থাকবে। তারপর মাসের শেষে সরকারি কর ছাড় শেষ হলে বিক্রি কমে যাবে, যা টেসলা ও অন্যান্য গাড়ি নির্মাদের ওপর আর্থিক চাপ বাড়াবে।
এক সময় যুক্তরাষ্ট্রের ইভি বাজারে ৮০ শতাংশেরও বেশি অংশ দখলে ছিল মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি টেসলার। তবে এ বছরের অগাস্টে কোম্পানিটির মোট ইভি বিক্রি ৩৮ শতাংশে নেমে এসেছে। ২০১৭ সালের অক্টোবরের পর এই প্রথম কোম্পানিটির গাড়ি বিক্রি ৪০ শতাংশেরও নিচে নেমে এল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।