তিন দিন পর টোকিওতে শুরু বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

প্রথম আলো প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

দুই বছর পরপর বসে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ২০২৩ সালে সর্বশেষ আসর হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্টে। দুই বছর পর এবার আয়োজন ফিরছে জাপানে।
ফিরছে—এই শব্দটা ব্যবহার করার কারণও আছে।


কারণ, জাপানে সর্বশেষ বিশ্ব অ্যাথলেটিকস হয়েছিল ২০০৭ সালে, ওসাকায়। প্রায় দুই দশক পর আবারও সেই আয়োজন ফিরছে জাপানি মাটিতে। টোকিওর আয়োজক কমিটি সব প্রস্তুতি শেষ করে এখন শুধু পর্দা ওঠার অপেক্ষায়।


অলিম্পিকের মতো হইচই না হলেও বিশ্ব অ্যাথলেটিকস আসরে বিশ্বের সেরা তারকারা সবাই থাকেন। এখান থেকেই বোঝা যায়, পরের অলিম্পিকে কারা আলো কাড়তে পারেন। এবারের আসরে অংশ নিতে টোকিওতে হাজির হচ্ছেন ২০০টির মতো দেশের দুই হাজারের বেশি অ্যাথলেট। প্রতিযোগিতা হবে ৪৯টি ইভেন্টে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও