You have reached your daily news limit

Please log in to continue


মেম্বারশিপ চালু করল উবার, যে সুবিধা পাবেন যাত্রীরা

যাত্রীদের জন্য মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে অ্যাপভিত্তিক পরিবহনসেবা উবার। ‘উবার ওয়ান’ নামের এই মেম্বারশিপ প্রোগ্রাম নিবন্ধিত যাত্রীরা বিশেষ ছাড়ে উবারের বাহনে যাতায়াত করতে পারবেন। এ ছাড়া বেশি রেটিং পাওয়া চালকদের বাহন অগ্রাধিকারভাবে ব্যবহারের পাশাপাশি বেশ কিছু সুবিধাও পাওয়া যাবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি মাসে ১৭০ টাকার বিনিময়ে উবার ওয়ানের সদস্য হওয়া যাবে। উবার ওয়ানের সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ‘উবার ওয়ান ক্রেডিট’ পাবেন, যা নিয়মিত ভ্রমণে ভাড়া সাশ্রয় করবে। উবার ওয়ান মেম্বারশিপ–সুবিধা উবার এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি, মোটরসাইকেলসহ সব ধরনের বাহনে পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন