ব্যালন ডি’অরটা এখন রদ্রির হাতে। কিন্তু ২২ সেপ্টেম্বর যত এগিয়ে আসছে, ফুটবলের ব্যক্তিগত বর্ষসেরার সবচেয়ে সম্মানজনক এ ট্রফির নতুন মালিক কে হবেন, সেই আলোচনাও জোরালো হচ্ছে। সপ্তাহ দুয়েক পরে প্যারিসের বিখ্যাত থিয়াতর্ দ্যু শাতলে-তে ঘোষণা করা হবে ব্যালন ডি’অরের নতুন বিজয়ীর নাম।
তো কে পাচ্ছেন এবারের ব্যালন ডি’অর? সবাই নিজ নিজ পছন্দের কথা বলছেন। তবে উত্তরটা যদি এই ট্রফির বর্তমান মালিক রদ্রির কাছ থেকে শোনেন, তাহলে তাঁর মন ও মস্তিষ্কের দ্বন্দ্বটা বুঝতে পারবেন। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি চান তাঁর স্পেন–সতীর্থ লামিনে ইয়ামাল বা পেদ্রি এই সম্মান জিতুক। তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন, সর্বশেষ মৌসুমে পিএসজি যে পারফর্ম করেছে, তাতে তাঁদের কয়েকজন খেলোয়াড় এই পুরস্কার জেতার দৌড়ে বেশ এগিয়ে আছেন।