বার্লিনের আইএফএ মেলায় এ বছর প্রযুক্তিপ্রেমীদের জন্য আরেক চমক নিয়ে হাজির স্যামসাং। উন্মোচিত হয়েছে গ্যালাক্সি এস২৫ এফই যা এরইমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ছয়শ ডলার থেকে। নতুন এ হ্যান্ডসেটটি চারটি রঙে পাওয়া যাবে।
ডিভাইসটি মূলত গ্যালাক্সি এস২৫ পরিবারের আরও সাশ্রয়ী সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। একে বলা হচ্ছে সিরিজটির ‘মিডরেঞ্জ তারকা’ কেননা যেখানে বেসিক গ্যালাক্সি এস২৫-এর দাম শুরু হয়েছিল আটশ ডলার থেকে সেখানে নতুন এস২৫ এফই তুলনামূলকভাবে কম দামে ব্যবহারকারীদের একই সিরিজের অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় লুকিয়ে আছে ফোনটির সফটওয়্যারে। অন্য এস২৫ মডেলগুলো যখন বাজারে আসে তখন সেগুলো ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চলত। পরবর্তীতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ভার্সন যুক্ত করা হলেও এস২৫ এফই সরাসরি বাজারে এসেছে ওয়ান ইউআই ৮ নিয়ে।