‘৩৪টি বোমা, ৪০০ কেজি বিস্ফোরক’: লস্কর-ই-জিহাদির হুমকিতে মুম্বাইজুড়ে সতর্কতা

বিডি নিউজ ২৪ মুম্বাই প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭

চারশ কেজি বিস্ফোরক নিয়ে ৩৪টি ‘মানব বোমা’ ৩৪টি গাড়িতে রাখা হয়েছে, এক ফোন কলে এমন আত্মঘাতী হামলার হুমকি পেয়ে শুক্রবার বেশ সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে মুম্বাই পুলিশ।


হুমকিদাতা ফোনে পুলিশকে বলেছেন, এসব বোমার বিস্ফোরণে ‘পুরো শহর কেঁপে উঠবে’।


ট্রাফিক পুলিশের হেল্পলাইনে এই হুমকি এসেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


অনন্ত চতুর্দশীর প্রাক্কালে ‘লস্কর-ই-জিহাদ’ নামে একটি সংগঠন এ হামলার হুমকি দিয়েছে জানিয়ে মুম্বাই পুলিশ শহরজুড়ে নিরাপত্তা বাড়ানোর কথা নিশ্চিত করেছে।


কোটিখানেক লোককে হত্যায় ‘মানব বোমা’ বহন করা ৩৪টি গাড়ি ৪০০ কেজি আরডিএক্সের বিস্ফোরণ ঘটাবে বলে হুমকিবার্তায় দাবি করা হয়েছে, জানিয়েছে পুলিশ।


এর আগে মহারাষ্ট্রের থানে জেলায় একটি রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার ভুয়া হুমকি দেওয়ায় সোমবার ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও