নিশো, রাজে জমজমাট ওটিটি, হলেও রয়েছে চমক

প্রথম আলো প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০

চলতি সপ্তাহে দেশ–বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা–সিরিজ। এসেছে আফরান নিশোর নতুন সিরিজ, শরীফুল রাজের সিনেমা; আছে টিম বার্টন ও স্পাইক লির সিরিজ ও সিনেমা। এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুপ্রতীক্ষিত হরর সিনেমা।


‘আকা’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
‘সময়টা ১৯৯৮ কি ’৯৯। আকা একে একে সব অপরাধীকে খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’ নারী কণ্ঠের এমন ভয়েস ওভার দিয়েই শুরু হয় ট্রেলার। আড়াই মিনিটের ট্রেলার দেখে বোঝা যায়, এটি এক ব্যর্থ গায়কের ক্রমিক খুনি হয়ে ওঠার গল্প।


‘ইনসাফ’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
ঢাকা শহরে হঠাৎ অপরাধ বাড়ছে। সবাই মনে করছে, শহরে ফিরে এসেছে পুরোনো আতঙ্ক—ডন ইউসুফ। অথচ পাঁচ বছর আগে শনাক্ত হয়েছিল তার লাশ। তবে কি ইউসুফ আসলেই মরেনি? নাকি নতুন কোনো ত্রাস দখলে নিচ্ছে শহরের অন্ধকার গলি? এ রহস্য নিয়েই এগিয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’। গত কোরবানির ঈদে হলে মুক্তি পাওয়া ছবিটি গত বুধবার রাতে ওটিটিতে এসেছে।


‘ওয়েন্সডে ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০২২ সালে মুক্তির পরেই বিশ্বজুড়ে সাড়া ফেলে হত্যা রহস্য আর অতিপ্রাকৃত সিরিজটি। মার্কিন কার্টুনিস্ট চার্লস অ্যাডামসের বহুল আলোচিত চরিত্র ওয়েন্সডে অ্যাডামস অবলম্বনে তৈরি হয়েছে এটি। গত ৬ আগস্ট এসেছিল দ্বিতীয় মৌসুমের প্রথম চার পর্ব, গত বুধবার রাতে এসেছে শেষ চার পর্ব।


‘হায়েস্ট টু লোয়েস্ট’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ৫ সেপ্টেম্বর
আকিরা কুরোসাওয়ার ‘হাই অ্যান্ড লো’ অবলম্বনে মার্কিন ক্রাইম থ্রিলারটি বানিয়েছেন স্পাইক লি। চলতি বছর কান উৎসবে প্রিমিয়ারের পর প্রশংসা পায় সিনেমাটি। গত মাসে সীমিত আকারে প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার আসছে ওটিটিতে। সিনেমার প্রধান চরিত্রে আছেন ডেনজেল ওয়াশিংটন। আরও আছেন জেফরি রাইট, অ্যাসাপ রকি।


‘আ মাইনক্রফট মুভি’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: ৫ সেপ্টেম্বর
চলতি বছরের এপ্রিলে মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। এখন পর্যন্ত এটি চলতি বছরের তৃতীয় ব্যবসাসফল সিনেমা। জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নির্মিত সিনেমাটির পরিচালক জারেড হেস। চার বেখাপ্পা চরিত্র নিয়ে সিনেমার গল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও