বর্ষায় বাইক চালাতে সতর্কতা

যুগান্তর প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

বর্ষাকালে বাইক চালানো বিপজ্জনক হতে পারে। মেঘমুক্ত আকাশ দেখেই বের হলে হঠাৎ বৃষ্টি শুরু হলে বিপদ দেখা দিতে পারে। তাই বাইক চালানোর আগে কিছু প্রস্তুতি ও সতর্কতা নেওয়া গুরুত্বপূর্ণ।


প্রথমে বাইক চালানোর সময় হেলমেট ও রেইনকোট সঙ্গে রাখুন। প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র যাতে ভিজে নষ্ট না হয়, সেজন্য ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করুন। রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে চাকা সহজেই স্লিপ করতে পারে। তাই টায়ারের গ্রিপ খারাপ হলে টায়ার বদলানো প্রয়োজন। ব্রেক সু যদি পুরোনো হয়, তবে নতুন ব্রেক সু লাগান অথবা সার্ভিসিং করান। ড্রাম ব্রেক থাকলে ব্রেক লিভারের ফ্রি প্লে ঠিক আছে কিনা পরীক্ষা করুন।


ফুয়েল ট্যাংকে পানি ঢোকার বিষয়ে সতর্ক থাকুন। যদি পানি ঢুকে যায়, বাইক স্টার্ট নেবে না। তাই ট্যাংক সব সময় ঠিকভাবে বন্ধ রাখুন।


যে কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় টুলস সঙ্গে রাখুন।


রাস্তা যদি পানিতে ভরা থাকে, চেষ্টা করুন শুকনো বা তুলনামূলক উঁচু রাস্তা দিয়ে চলতে। সাইলেন্সার পাইপ যেন পানিতে ডুবে না, তা নিশ্চিত করুন। যদি পানি unavoidable হয়, তখন এক্সিলেটর বাড়িয়ে রাখুন এবং শুকনো স্থানে পৌঁছানো পর্যন্ত একই পর্যায়ে চালিয়ে যান। হঠাৎ এক্সিলেটর কমাবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও