গুগলকে ভাঙল না আদালত, বদলাতে হবে ব্যবসার ধরন

প্রথম আলো প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৬

অনলাইন সার্চ ইঞ্জিন গুগলকে তার ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না। তবে যেটা করতে হবে সেটা হলো, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়া। যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক এমন আদেশ দিয়েছেন।


মার্কিন বিচার বিভাগ চাইছিল, গুগল যেন ক্রোম ব্রাউজার বিক্রি করে দেয়। তবে রায়ে আদালত বলেছেন, প্রতিষ্ঠানটি ক্রোম ব্রাউজার নিজেদের মালিকানায় রাখতে পারবে, কিন্তু একচেটিয়া চুক্তি আর করতে পারবে না। এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সার্চ-সংক্রান্ত তথ্য ভাগ করে নিতে হবে।


ইন্টারনেটের জগতে আরও অনেক সার্চ ইঞ্জিন বা ওয়েব ব্রাউজার থাকলেও বিশ্বব্যাপী মানুষ গুগল ছাড়া অন্যগুলো তেমন একটা ব্যবহার করে না বললেই চলে। ফলে ইন্টারনেটের জগতে সার্চ ইঞ্জিন বা ওয়েব ব্রাউজার হিসেবে কিছু খোঁজার প্রধান মাধ্যম হয়ে উঠেছে গুগল। সে জন্যই গুগলে কিছু খোঁজাকে অনেকেই বলেন, গুগল করা। ইংরেজি অভিধানেও অবশ্য গুগল শব্দটিকে ক্রিয়াপদ হিসেবে দেখানো হয়েছে। সে কারণে মানুষের ধারণা, অ্যালফাবেটের সার্চ ইঞ্জিন গুগল একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে। গুগল হচ্ছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের একটি সহযোগী প্রতিষ্ঠান।


গত বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের আদালত এক রুলিংয়ে বলেন, গুগল কার্যত আইনসিদ্ধ একচেটিয়া কোম্পানিতে পরিণত হয়েছে এবং ইন্টারনেটের জগতে তাদের যে প্রাধান্য রয়েছে, সেটা ব্যবহার করে তারা প্রতিযোগিতা ও উদ্ভাবনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তখন ধারণা করা হচ্ছিল, গুগল ভেঙে যেতে পারে। কিন্তু গত মঙ্গলবার আদালতের দেওয়া রায়ে গুগল একরকম বেঁচে গেছে।


গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বাজার মূলত এখন ২ দশমিক ৫৬ ট্রিলিয়ন বা ২ লাখ ৫৬ হাজার কোটি মার্কিন ডলার। এই আয়ের বড় অংশ আসে সার্চ ইঞ্জিন থেকে। চলতি বছর সার্চ অপারেশন থেকে গুগল প্রায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা। এর মধ্যে কয়েক শ কোটি ডলার অংশীদারদের পকেটে যাবে। ফলে মামলায় জড়িত বড় করপোরেট সবার জন্যই বিষয়টি লাভজনক হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও