
বিছানার নিচে যেসব জিনিস রাখা একেবারেই ঠিক না
ঘরে এমন কিছু জায়গা থাকে যেগুলোকে অনায়াসেই ‘স্টোরেজ স্পট’ ভেবে নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে সাধারণ জায়গাটি হল খাটের নিচে।
চোখে না পড়লেও এখানে নানান জিনিসপত্র রেখে যেন আমরা স্বস্তি পাই। শীতের পোশাক, পুরানো খেলনা, খালি বাক্স কিংবা নানান রকম ফাইল— সবই যেন জায়গা করে নেয় এই লুকানো জায়গায়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বিছানার নিচে সবকিছু রাখা মোটেও নিরাপদ নয়। বরং এতে ক্ষতি হতে পারে স্বাস্থ্যের, জিনিসের স্থায়িত্বের, এমনকি মানসিক শান্তিরও।
কাগজপত্র ও কার্ডবোর্ড
মনে করা হয়- বই, ফাইল বা পুরনো ছবি সাময়িকভাবে বিছানার নিচে রাখলে ক্ষতি নেই।
তবে সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ‘রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগের প্রধান রিনাত ফৌজিয়া-এর মতে, এটি বড় ভুল।
কারণ কাগজ ও কার্ডবোর্ড অনেক পোকামাকড়ের খাবার হিসেবে কাজ করে। কারণ তেলাপোকা বা মথ কাগজ খেয়ে বংশবিস্তার করে। ফলে গুরুত্বপূর্ণ নথি বা পুরানো ছবিগুলো নষ্ট হয়ে যেতে পারে।
কাপড় ও বিছানার চাদর
শীতের কম্বল, অতিরিক্ত বালিশ বা পুরনো কাপড় অনেকেই বিছানার নিচে গুছিয়ে রাখেন।
তবে এই বিশেষজ্ঞ সতর্ক করেছেন— এতে ধুলা-ময়লা জমে যায় এবং কাপড়ের ভেতরে ধুলাবালি সহজেই ঢুকে পড়ে।
যারা হাঁপানি বা এলার্জিতে ভোগেন, তাদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ।
তাই রিনাত ফৌজিয়া পরামর্শ দেন, “যদি রাখতেই হয় তবে অবশ্যই ‘এয়ারটাইট কন্টেইনার’ ব্যবহার করতে হবে।"