সংকটে জর্জরিত আকাশপথে পণ্য পরিবহন, বাধাগ্রস্ত আমদানি-রপ্তানি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানির পণ্য ব্যবস্থাপনা ধুঁকছে। বিমানবন্দরে কার্গো গুদাম সংকট। দক্ষ জনবলের অভাব। নেই আধুনিক যন্ত্রপাতি। পণ্য খালাসে সরকারি নানা ধরনের নিয়ম-নীতিও বাধাগ্রস্ত করছে আমদানি-রপ্তানি প্রক্রিয়া। লোকসান গুনছেন ব্যবসায়ীরা।


আকাশপথে আমদানি-রপ্তানির একটি বড় অংশ তৈরি পোশাক ও এর কাঁচামাল। এর বাইরে জরুরি গুরুত্বপূর্ণ নথি এবং স্যাম্পল বা নমুনাপণ্য, চিকিৎসা, খাদ্যপণ্যও আমদানি করা হয়। এসব পণ্য আকাশপথে ক্রেতাদের সরবরাহ করেন ব্যবসায়ীরা, যাতে নির্দিষ্ট সময়ে বিদেশি ক্রেতার অর্ডার সরবরাহ করা যায়। কিন্তু বিমানবন্দরের অব্যবস্থাপনা দূর করতে তেমন কোনো ভূমিকা রাখছে না বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন যে পরিমাণ পণ্য আকাশপথে আমদানি-রপ্তানি হচ্ছে, তার অর্ধেকও শাহজালাল বিমানবন্দরের গুদামে রাখার ব্যবস্থা নেই। ফলে এসব পণ্য গুদামের বাইরে বে-এরিয়াসহ খোলা আকাশের নিচে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হচ্ছে। এতে কোন পণ্য কোন উড়োজাহাজে, কত তারিখে এসেছে তার সিরিয়াল থাকছে না। অনেক সময় পণ্য খুঁজে পেতে দিনের পর দিন সময় লাগছে। ফলে নির্দিষ্ট সময়ে পণ্য বুঝে পাচ্ছেন না আমদানিকারকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও