You have reached your daily news limit

Please log in to continue


কারণ তাপপ্রবাহ, মানুষ কি দ্রুত বুড়িয়ে যাচ্ছে

বৈশ্বিক উষ্ণায়নের কারণে ঘন ঘন তাপপ্রবাহ বাড়ছে। এতে মানুষের জীবন বেশ দুর্বিষহ হয়ে উঠছে। তাপপ্রবাহের সুদূরপ্রসারী প্রভাব পড়ছে মানুষের শরীরের ওপর। বিজ্ঞানীরা সম্প্রতি এক গবেষণায় দেখেছেন, অত্যধিক তাপমাত্রার সংস্পর্শে এলে মানবদেহের জৈবিক প্রক্রিয়া দ্রুত বার্ধক্যের মতো আচরণ করে। এতে একজন মানুষকে তার প্রকৃত বয়সের আগেই শারীরিকভাবে বুড়িয়ে যেতে দেখা যাচ্ছে।

আমাদের বয়সকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। ক্যালেন্ডারের বয়স আর জৈবিক বয়স। ক্যালেন্ডার বয়স হিসেবে আমাদের জন্মতারিখ গণনা করা হয়। আর জৈবিক বয়স হলো শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কতটা কর্মক্ষম বা ক্ষয়প্রাপ্ত হয়েছে তার একটি পরিমাপ। যখন জৈবিক বয়স ক্যালেন্ডার বয়সের চেয়ে বেশি হয় তখন বিজ্ঞানীরা তাকে জৈবিক বয়স বৃদ্ধি বলেন। এই বৃদ্ধি সাধারণত বিভিন্ন রোগ ও অকাল মৃত্যুর ঝুঁকির সঙ্গে সরাসরি–সম্পর্কিত বলে জানান বিজ্ঞানীরা। হংকং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সিইই চেন এমনই একটি গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তাইওয়ানের ২৪ হাজার ৯২২ জন প্রাপ্তবয়স্কের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে তাপপ্রবাহের প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে। যত বেশি দিন মানুষ তাপপ্রবাহের মধ্যে থাকে ততই তার দ্রুত জৈবিক বয়স বাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন