কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে ঝাউগাছে আটকে ছিলেন পর্যটক

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে এক পর্যটক ঝাউগাছের সঙ্গে ঝুলে ছিলেন। পরে তাঁকে উদ্ধার করা হয়। গত ৩০ আগস্ট দুপুরে দরিয়ানগর সৈকতের ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’ পরিচালিত প্যারাসেইলিং রাইডে এই দুর্ঘটনা ঘটেছে। ঝাউগাছে আটকে পড়া পর্যটকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তিনি আঘাত পাননি বলে জানা গেছে। দুর্ঘটনার পরদিন থেকে সৈকতের সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখে জেলা প্রশাসন।


ঘটনার প্রত্যক্ষদর্শী ও দরিয়ানগরের বাসিন্দা নুরুল আমিন (৩৪) জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে একজন যুবক (পর্যটক) প্যারাসেইলিংয়ে ওপরে উঠেছিলেন। হঠাৎ প্যারাসেইলিং সমুদ্রের দিক থেকে পূর্ব দিকের ঝাউবাগানের দিকে ভেসে যায়। কিছুক্ষণের মধ্যে প্যারাসেইলিং ঝাউগাছের ডগায় আটকে যায়। তখন পর্যটকও কিছুক্ষণ ওইভাবে ঝুলে ছিলেন। পরে প্যারাসেইলিং কর্মীরা ঝাউগাছ থেকে পর্যটককে নামিয়ে আনেন। তখন ওই পর্যটকের শরীরে লাইফ জ্যাকেট বাঁধা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও