
কনভেনশন সেন্টার বাছাইয়ে যা খেয়াল রাখতে হবে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫
এখনকার অনুষ্ঠানগুলো কেবল মিলনমেলা নয়; বরং ব্যবসায়িক নেটওয়ার্কিং, সংস্কৃতি বিনিময় এবং কমিউনিটি গঠনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তাই কোনো অনুষ্ঠান সফল হবে কি না, তা অনেকাংশে ভেন্যু নির্বাচনের ওপর নির্ভর করে। বিয়ে, করপোরেট সেমিনার কিংবা সামাজিক সমাবেশ—যেকোনো আয়োজনেই ভেন্যুকে শুধু চারদেয়ালের সীমাবদ্ধতায় আটকে থাকলে চলবে না; বরং পুরো অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে একে ভূমিকা রাখতে হবে।
এই অভিজ্ঞতা নেওয়ার ক্ষেত্রে যেসব বিষয় গুরুত্ব দিতে হবে—
স্বপ্ন ধারণ করার মতো স্পেস
যেকোনো কনভেনশন হলের অসাধারণ হয়ে ওঠার পেছনে কাজ করে তার পরিসর। ছোট পরিসরের বোর্ড মিটিং থেকে শুরু করে শতাধিক অতিথির জমকালো আয়োজন—যা-ই হোক, আধুনিক ভেন্যুর অবশ্যই এমন সক্ষমতা থাকতে হবে, যেন তা নানা ধরনের প্রয়োজন মেটাতে পারে। সেরা ভেন্যুগুলোতে তাই মডিউলার ডিজাইন থাকে,