
ঘরে শান্তি এবং ইতিবাচক শক্তির জন্য বাস্তুবান্ধব গৃহসজ্জা সামগ্রী ব্যবহার করুন
ঘরের আকৃতি কেমন হবে, কোন উপকরণে ঘর নির্মিত হবে—এসব বিষয়ে প্রাচীন মানুষেরা প্রকৃতির ওপর নির্ভর করে চলত। প্রকৃতির চরিত্র ও বৈশিষ্ট্য বুঝে তৈরি করা হতো মানুষের বাসস্থান। ফলে পৃথিবীজুড়ে বাড়িঘর তৈরির বিভিন্ন সংস্কৃতি ও পদ্ধতি গড়ে উঠেছে। তেমনই একটি পদ্ধতি বাস্তু।
বাস্তুশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন, এটি বাড়ি ও ঘরের জন্য উপকারী। কারণ, এটি ইতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে তোলে।
বাস্তুশাস্ত্র কী
প্রাচীন ভারতীয় স্থাপত্যবিজ্ঞানই মূলত বাস্তুশাস্ত্র। এটি বাড়িকে এমনভাবে সাজানোর একটি নির্দেশিকা, যা প্রকৃতির উপাদান ও দিকনির্দেশনার সঙ্গে সংযোগ স্থাপন করে।
বাস্তু এমন একটি সেটআপ তৈরি করে, যেখানে থাকার জায়গা নির্দিষ্ট উপাদান এবং দিকনির্দেশের সঙ্গে তাল মিলিয়ে শক্তি ও সৌভাগ্য নিয়ে আসে বলে ধারণা করা হয়। বাস্তুবান্ধব কিছু গৃহসজ্জার সামগ্রী রয়েছে, যা নির্দিষ্ট জায়গায় রাখলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়।
- ট্যাগ:
- লাইফ
- ঘরের আসবাবপত্র
- ঘরের খবর
- ঘরের সাজ