আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১৭:৩৫

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘যদি আওয়ামী লীগ নিষিদ্ধ (কার্যক্রম) হতে পারে, তাহলে জাতীয় পার্টি (জাপা) কেন নয়? বৈষম্যবিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি কী কী পদক্ষেপ নেওয়া সম্ভব তার সব দিক সরকার যাচাই-বাছাই করছে।’


আজ শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। সরকারি কেশব চন্দ্র কলেজে এই সভা হয়। এর আগে তিনি শহরের টিভি সেন্টারপাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন।


আসাদুজ্জামান অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুগভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ। এই হামলা ন্যক্কারজনক, নিন্দনীয় ও অপরাধমূলক ঘটনা।


অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ’৮২ থেকে ’৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং (দলটি) নিষিদ্ধের যে দাবি উঠেছে, তার আইনগত সব দিক বিবেচনা করে আমরা ব্যবস্থা নেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও