ফেরেননি ৩৫২ জন, পথ চেয়ে স্বজনরা
বংশাল থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক পারভেজ হোসেন গুমের এক যুগ হতে চলেছে। স্ত্রী ফারজানা আক্তারের গর্ভে রেখে যাওয়া ছেলে আরাফ হোসেন আজও বাবার মুখ দেখেনি। বাবার স্নেহ-ভালোবাসা থেকেও হয়েছে বঞ্চিত। আড়াই বছর বয়সে বাবা হারা আদিবা ইসলাম হৃদি আজও ঘুমের ঘোরে বাবাকে ডাকে। আর দুই সন্তান নিয়ে স্বামীর সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন স্ত্রী।
সূত্রাপুর থানার ৭৯ নম্বর ওয়ার্ড (বর্তমান ৪৩ নম্বর ওয়ার্ড) ছাত্রদলের তৎকালীন সভাপতি খালেদ হাসান সোহেল গুমেরও এক যুগ পার হয়েছে। পাঁচ বছর বয়সে বাবাকে হারায় মো. সাদমান শিহাব আরিয়ান। তার বয়স এখন ১৭। এখনো সে বাবার পথ চেয়ে বসে থাকে। একমাত্র সন্তানকে নিয়ে সোহেলের স্ত্রী সৈয়দা শাম্মি সুলতানার মানবেতর দিন কাটছে।
রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকা থেকে ২০১৪ সালের ১ জানুয়ারি অপহৃত হন ব্যবসায়ী মো. কুদ্দুসুর রহমান চৌধুরী। স্বজনদের দাবি, রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এখনো তিনি ফিরে আসেননি।
শুধু পারভেজ, সোহেল ও কুদ্দুসুসই নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গুমের শিকার ৩৫২ জন এখনো ফেরেননি। নিখোঁজের এ পরিসংখ্যান গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’র। তারা বেঁচে আছেন না মারা গেছেন তাও জানেন না স্বজনরা। তারা আজও পথ চেয়ে বসে আছেন-হয়তো একদিন ফিরে আসবে প্রিয় মানুষটি। অন্তর্বর্তী সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গঠন করেছে ‘গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।’ কিন্তু তারা এখনো নিখোঁজদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। এমন বাস্তবতায় আজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস।