
শ্রীপুর কোয়ারিতে পাথর লুটের আড়ালে বালুও সাবাড়
সিলেটের অধিকাংশ কোয়ারির পাথর লুটপাট প্রায় শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সাদা পাথরের চুরি সামনে এলেও আড়ালে থাকা অন্য কোয়ারিগুলোর অবস্থাও করুণ। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে লুট। আবার চুরির আড়ালেও হচ্ছে আরেক চুরি।
সিলেটের শ্রীপুর বালু মিশ্রিত কোয়ারির পাথর লুটের পর সাবাড় করা হয়েছে বালু। স্থানীয় প্রভাবশালী আর প্রশাসনের যোগসাজশে এসব কাজ দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ। প্রায় সব পাথর আর বালু যখন শেষের পথে তখন টনক নড়ে প্রশাসনের। যদিও নামমাত্র অভিযান ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
সিলেট শহর থেকে জাফলংয়ের পথে সিএনজিচালিত অটোরিকশায় টানা দুই ঘণ্টার পথ। শ্রীপুর বাজারে পৌঁছানোর পরে মিনিট দশেক হাঁটলেই শ্রীপুর বালু মিশ্রিত পাথর কোয়ারি। পাহাড়ি পথ। পথে পথে ফেলে রাখা হয়েছে পাথর। মূলত বৃষ্টিতে পানি জমে হাঁটার উপায় থাকে না বলেই সরু রাস্তাজুড়ে ফেলে রাখা হয়েছে এসব পাথর।
কোয়ারিতে পৌঁছানোর আগেই স্থানীয় কিছু লোকজন ভুল পথ দেখিয়ে দেয়। তবে কাছে সঠিক তথ্য থাকায় স্থানীয়দের পরামর্শ উপেক্ষা করেই সরু রাস্তা ধরে এগিয়ে যাওয়া। পাথরে ঢাকা আঁকাবাকা পথ পেরিয়ে নদীর দেখা মিললো। মেঘালয়ের কোলঘেঁষা অপরূপ সে সৌন্দর্য।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লুটপাট
- পাথর কোয়ারি