পতিত শেখ হাসিনা সরকারের আমলে হওয়া গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচার না হওয়া পর্যন্ত নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এসব গুম ও খুনের বিচার হলে প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা জন্মাবে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা এ কথাগুলো বলেন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংস্থা ‘অধিকার’।
আলোচনা সভায় রিজওয়ানা হাসান বলেন, ‘নিজস্ব স্বার্থের ওপরে উঠে নির্ভীকচিত্তে না দাঁড়িয়ে শুধু অবিশ্বাস দিয়ে, হতাশা দিয়ে পরিস্থিতির পরিবর্তন আমরা কেউই করতে পারব না। আমাদের বলতে হবে বিচার করতেই হবে। নতুন বাংলাদেশের ভিত্তিও, পরিবর্তিত বাংলাদেশের ভিত্তিও রচিত হবে না, যতক্ষণ পর্যন্ত বিচারগুলো না হবে। বিচার যখন হবে, প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা জন্মাবে।’