You have reached your daily news limit

Please log in to continue


স্যামসাংয়ের আসন্ন ইভেন্টে যেসব ডিভাইস থাকতে পারে

স্যামসাংও তাদের নতুন লঞ্চ ইভেন্টের তারিখ ঘোষণা করেছে। স্যামসাংয়ের ইভেন্টটি ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে কোম্পানিটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ইভেন্টটিকে ঘিরে এরইমধ্যে নানা স্পেসিফিকেশন ও ডিভাইসের ছবি ফাঁস হয়েছে। বিশেষ করে গ্যালক্সি ট্যাব এস১১ সিরিজ নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে।

গ্যালাক্সি ট্যাব এস১১

প্রযুক্তি সাইট টেক রেডার লিখেছে, গ্যালাক্সি ট্যাব এস১১-এ থাকবে ১১ ইঞ্চি ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। সঙ্গে থাকছে এস পেন স্টাইলাস, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট, ১২ জিবি র‌্যাম, সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড স্লট। ট্যাবটি আইপি৬৮ রেটিং সাপোর্ট করবে এবং ব্যাটারি হবে ৮৪০০ এমএএইচ ক্ষমতার। এ ছাড়াও এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

গ্যালাক্সি ট্যাব এস১১ আল্ট্রা

আরও শক্তিশালী ডিভাইস হিসেবে আসছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১১ আল্ট্রা। অ্যান্ড্রয়েড হেডলাইন্সের শেয়ার করা রেন্ডার ও ভিডিও অনুযায়ী, ট্যাবটিতে স্লিম বেজেল, ছোট নচ এবং পেছনে ডুয়াল-লেন্স ক্যামেরা থাকবে। পাওয়া ছবিতে গ্রে ও সিলভার কালারে ডিভাইসটির সঙ্গে এস-পেন এবং কিবোর্ড অ্যাকসেসরিরও ইঙ্গিত মিলেছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই নিয়ে নতুন কোনো তথ্য সামনে আসেনি। তবে আগের ফাঁস হওয়া তথ্য বলছে, এতে ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে, এক্সিনস ২৪০০ চিপসেট, আট জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি স্টোরেজ। ক্যামেরা সেটআপে থাকবে ৫০ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল ও আট মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং সামনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ব্যাটারি হতে পারে সাড়ে চার হাজার এমএএইচ বা চার হাজার নয়শ এমএএইচ, সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন