এগিয়ে গিয়েও মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ১৩:০৯

রক্ষণে শুরুটা হলো দারুণ, শেষটা একেবারেই বিবর্ণ। এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। একমাত্র গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে।


ভারতের রাজগীর শহরে র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বর দলকে প্রথম কোয়ার্টারে রুখে দিয়ে চমক দেখায় বাংলাদেশ (২৯)। ৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। আখিমুল্লাহ আনুয়ার ও আইমান রোজেমি মিলে দুই প্রান্ত দিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেন। কিন্তু ভাঙতে পারেননি রক্ষণ দেয়াল। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারে দেখা গেল ভিন্ন চিত্র। শুরুতে আক্রমণে উঠে চমকে দেয় বাংলাদেশ। ১৬ মিনিটে রাকিবুল হাসান রকি আদায় করেন পেনাল্টি কর্নার। ওবায়দুল জয়ের পুশ থেকে বল থামান রকি। এরপর আশরাফুল ইসলামের দুর্দান্ত এক ড্রাগ ফ্লিকে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে রোমান সরকারের শট খুঁজে পায়নি লক্ষ্য। পরপর কয়েকটি আক্রমণে মনে হচ্ছিল পুরো কোয়ার্টার হতে যাচ্ছে বাংলাদেশের। কিন্তু রক্ষণের একটি ভুল ডেকে আনে বিপদ। ২৫ মিনিটে অনফিল্ড গোলে মালয়েশিয়াকে সমতায় ফেরান আশরান হামসানি। সহজেই পরাস্ত করেন বিপ্লবকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও