বিপিএল ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১১:৫২

বিপিএলের সর্বশেষ আসরে দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অবশেষে জমা দেওয়া হয়েছে বিসিবিতে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এ রিপোর্ট জমা দেয় তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।


গত ডিসেম্বর–জানুয়ারিতে অনুষ্ঠিত একাদশ বিপিএলের দুর্নীতি, অব্যবস্থাপনা ও প্রক্রিয়াগত দুর্বলতার অভিযোগে এই প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়।


বিসিবি জানিয়েছে, আইসিসির নির্দেশনা মেনে সর্বোচ্চ গোপনীয়তায় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে। প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদের ব্যাপারে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন ধারা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


তবে তদন্তের স্বচ্ছতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার রক্ষার্থে আপাতত কোনো নাম প্রকাশ করা হবে না। কমিটির সুপারিশগুলো খতিয়ে দেখে বিসিবি পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও