You have reached your daily news limit

Please log in to continue


সহপাঠীকে 'মারধর': যমুনায় যাওয়ার চেষ্টা বিক্ষুব্ধ বুয়েট শিক্ষার্থীদের

এক শিক্ষার্থীর ওপর ডিপ্লোমা প্রকৌশলীদের 'হামলা ও প্রাণনাশের হুমকির' প্রতিবাদে মধ্যরাতে রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেয় একদল বুয়েট শিক্ষার্থী।

সোমবার মধ্যরাতে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকলে পুলিশের ব্যারিকেডের মুখে সাকুরা মোড়ে অবস্থান নেন তারা।

সোমবার রাত পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা সেখানে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্নায় ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের সিভিল বিভাগের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রিপলই ১৭ ব্যাচের একজন শিক্ষার্থী রোকনকে ডিপ্লোমার টেকনিশিয়ানরা উপসহকারী প্রকৌশল দপ্তরে জিম্মি করে রেখেছে, আমাদের বড় ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে। সেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। শুধুমাত্র তাদেরকে টেকনেশিয়ান বলায় কেন জবাই করে হুমকি দেয়া হলো, আমরা চাই এটার ব্যাপারে শীঘ্রই একটা সমাধান দেয়া হোক।"

আরেক শিক্ষার্থী বলেন, "বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।"

আন্দোলনকারীদের নিয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে রমনা থানার ওসি গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা এখন কী বিষয়ে আন্দোলনে তা জানার চেষ্টা করছি, বিস্তারিত জানি না।"

এর আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেওয়াসহ ৩ দফা দাবিতে ২৪-২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন