‘রকস্টার’ (২০১১)
ইমতিয়াজ আলীর আলোচিত ছবি ‘রকস্টার’-এর নায়িকা হওয়ার প্রস্তাব যাঁরা পেয়েছিলেন, তাঁদের মধ্যে দীপিকাও ছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত নায়িকা হন নার্গিস ফাকরি। যদিও ছবিটি মুক্তির পর দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পায়, বিশেষ করে রণবীর কাপুরের অভিনয় আর এআর রাহমানের সুর এখনো ভোলার নয়।
‘ধুম ৩’ (২০১৩)
যশরাজ ফিল্মসের জনপ্রিয় ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে নায়িকা হওয়ার প্রস্তাবও পান দীপিকা। কিন্তু ব্যস্ততার কারণে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে ওই চরিত্রে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। ‘ধুম ৩’ বক্স অফিসে সুপারহিট হয়, তবে ভক্তরা এখনো কল্পনা করেন, যদি দীপিকা থাকতেন, ছবির রূপ কেমন হতো!