You have reached your daily news limit

Please log in to continue


ইংল্যান্ডে ইমামের ব্যাটে রানের জোয়ার

আরেকটি ম্যাচ, আরও একটি সেঞ্চুরি। ইমাম-উল-হাকের ব্যাটে বইছে রানের স্রোত। ইংল্যান্ডের ক্রিকেটে এই মুহূর্তে আকর্ষণের প্রায় সবটুকু জুড়েই আছে ‘দা হান্ড্রেড।’ তবে পাশাপাশি চলছে তাদের ৫০ ওভারের ক্রিকেটের টুর্নামেন্ট ওয়ানডে কাপও। সেখানেই ইয়র্কশায়ারের হয়ে অসাধারণ পারফর্ম করে চলেছেন পাকিস্তানি ওপেনার।

ইংল্যান্ডে যখন খেলতে গেলেন ইমাম, নিশ্চয়ই তার ভাবনায় ছিল পারফর্ম করে পাকিস্তান দলে ফেরার দাবি জানানো। জাতীয় নির্বাচকদের সেই বার্তা প্রবলভাবেই দিতে পেরেছেন বাঁহাতি ওপেনার।

ইয়র্কশায়ারের হয়ে রোববার ডারহামের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেছেন ইমাম। হোভ কাউন্টি গ্রাউন্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৪ রান তোলে সাসেক্স। ইয়র্কশায়ারের পেসার ম্যাট মিল্নস একাই নেন ৩৮ রানে ৭ উইকেট। রান তাড়ায় ১৪ বল বাকি রেখে ৬ উইকেটে জিতে যায় ইয়র্কশায়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন