You have reached your daily news limit

Please log in to continue


সুদানের দারফুরে আধাসামরিক বাহিনীর হাতে ঝরল ১৩ প্রাণ

সুদানের দারফুর অঞ্চলে একদল ব্যক্তির ওপর হামলা চালিয়েছে কুখ্যাত আধাসামরিক বাহিনী, যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

একটি চিকিৎসক সংগঠন জানিয়েছে, রোববারের এ ঘটনায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হাতে এটিই সবশেষ হত্যাকাণ্ড। বাহিনীটি আগের দিন উত্তর দারফুরের অবরুদ্ধ শহর এল-ফাশেরের একটি হাসপাতালে গোলাবর্ষণ করেছিল। এল-ফাশের ও কাছাকাছি শহর টুয়েলা’র সংযোগ সড়কে হামলাটি হয়েছিল।

সুদানের গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করছে দেশটির চিকিৎসা পেশাজীবীদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক। তারা জানিয়েছে, রোববার যারা নিহত হয়েছে, তাদের মধ্যে পাঁচজন শিশু, চারজন নারী ও চারজন বয়স্ক মানুষ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন