একজন মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা, যা আপনাকে নতুন করে ভাবাবে

প্রথম আলো প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৫৩

মাইগ্রেন বলতে সাধারণত মাথাব্যথাকে বোঝানো হলেও এর আছে আরও বেশ কিছু লক্ষণ। মাইগ্রেন রোগীরা মাথাব্যথার সঙ্গে মাথা ঘোরানো, ঝাপসা দেখা, বমি বা বমিভাব আর আলো ও শব্দের প্রতি অতিসংবেদনশীলতার মতো লক্ষণের কথা বলেন। এর বাইরেও আছে নানা সমস্যা। ১৬ বছর ধরে মাইগ্রেনে ভুগছেন লেখক ও আবুল খায়ের গ্রুপ ডিজিটালের ক্রিয়েটিভ হেড ও হেড অব করপোরেট কমিউনিকেশন রাজীব হাসান। আজ ২৩ আগস্ট ফেসবুকে তিনি লিখেছেন মাইগ্রেনের সঙ্গে বসবাসের যন্ত্রণাময় অভিজ্ঞতা।


২০০৯ সাল থেকে আমার মাইগ্রেন। মারাত্মক পর্যায়ের মাইগ্রেন। এর মধ্যে একটা দিনও মাইগ্রেনের ওষুধ ছাড়া ছিলাম না। মাইগ্রেনের সরাসরি কোনো ওষুধ নেই। অনেকে টাফনিলের মতো মাথাব্যথার ওধুধ খান। আমি শুরু থেকে খেয়ে এসেছি স্ট্রেস, অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনের ওষুধ।


যাঁদের মাইগ্রেন নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। ‘আমার মাইগ্রেন আছে’—কথাটা শুনলে মনে হয় ‘ফ্লেক্স নিচ্ছে’ (ভাব দেখানো)। কিন্তু বিশ্বাস করেন, তাঁদের মতো নরকযন্ত্রণা আর কারও হয় না।


মাইগ্রেনের রোগীদের ঘুম খুব জরুরি। ‘আইরনি’ হলো, অনেক মাইগ্রেন রোগী স্লিপ ডিজঅর্ডারে ভোগেন। বিশ্বাস করবেন কি না জানি না, গত ৪ মাসে আমার ৬ কেজি ওজন কমে গেছে। কেবল এই সময়ে মাইগ্রেন তীব্রভাবে আবার ফিরে এসেছে বলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও