
১৫ বছর বয়সে মা-বাবাকে দেশ ছাড়তে বাধ্য করা সেই মেয়েটি এখন...
প্রথম আলো
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ২১:৩৪
গান নিয়ে স্বপ্ন অনেকেরই থাকে; কিন্তু কজন আর নিজের স্বপ্নপূরণের জন্য মা-বাবাকে দেশ ছাড়তে বাধ্য করতে পারে; কিন্তু ডুয়া লিপা পেরেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে কসোভো ছেড়ে যুক্তরাজ্যে আসেন, ইউটিউবে মুক্তি দিতে থাকেন কাভার সং। ১৫ বছর পরের গল্পটা তো সবারই জানা, এখন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের একজন তিনি। আজ ২২ আগস্ট, ডুয়া লিপার জন্মদিন।
ডুয়ার জন্ম কিন্তু লন্ডনে, ১৯৯৫ সালে। মা–বাবা আলবেনিয়ান, থাকতেন কসোভোয়। যুদ্ধ শুরু হওয়ার পর চলে আসেন যুক্তরাজ্যে। পরে আবার ফিরে যান নিজের দেশে। ডুয়ার বয়স তখন ১১; কিন্তু ডুয়া গানের স্বপ্নে বিভোর। বড় হয়েছেন বাবা ডুকোজিন লিপার গান শুনে। নিজের স্বপ্ন বাস্তবায়নে মা-বাবাকে রাজি করিয়ে আবার ফিরে আসেন লন্ডনে। বাবা ডুকোজিন এখন মেয়ের ম্যানেজার।