
নাবিলা-নিশোর ‘আকা’ আসছে ৪ সেপ্টেম্বর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ২১:২৩
‘আকা’ নামের যে সিরিজ দিয়ে তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা আফরান নিশো, সেই সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ফেইসবুক পেইজে এক নাটকীয় ভিডিওর মধ্য দিয়ে আকা মুক্তির ঘোষণা দেন নির্মাতা ভিকি জাহেদ।
ভিডিওতে দেখা গেছে, আকার মুক্তির ঘোষণা দিচ্ছে না বলে হাতুড়ি হাতে অভিনেতা নিশো মারতে যাচ্ছেন ভিকিকে।