
প্রেক্ষাগৃহে আসছে ইংরেজি ভাষার ‘ডট’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ২১:২৯
নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে দেশে নির্মাণ করা হয়েছে ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’।
বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৫ সেপ্টেম্বর।
‘ডট’ প্রযোজনা করেছেন বড়ুয়া মনোজিত ধীমন। গ্লিটজকে তিনি বলেন, "গত ৩ অগাস্ট 'ডট' সিনেমার সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। আমাদের মুক্তির প্রস্তুতি চলছে। ৫ সেপ্টেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ডট। এটি সম্পূর্ণ ইংরেজি ভাষার সিনেমা, কোনো বাংলা ভার্সন হবে না।"
ইংরেজি ভাষায় সিনেমা কেন? ধীমন বলেন, "এই সিনেমায় আমাদের সংস্কৃতি ইংরেজি ভাষায় তুলে ধরেছি, আন্তর্জাতিকভাবে আমাদের গল্পটা যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে তাই আমাদের এই চেষ্টা।"
- ট্যাগ:
- বিনোদন
- নারী পাচার