
ব্লগার অভিজিৎ হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ২১:১৯
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কাশিমপুর কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী ২০২৩ সাল থেকে একটানা এ কারাগারে বন্দি ছিলেন। আদালত থেকে বৃহস্পতিবার বিকালে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করে ফারাবীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।”