ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিরস্ত্র হওয়া এবং সব জিম্মিকে মুক্তি দিতে রাজি না হলে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
ইসরায়েলি মন্ত্রিসভা আন্তর্জাতিক নিন্দা-সমালোচনা উপেক্ষা করে গাজা সিটিতে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা অনুমোদনের পর কাটজ এ মন্তব্য করলেন। তিনি বলেন, ইসরায়েলের শর্ত না মানলে হামাসের ওপর নরকের দ্বার খুলে যাবে।
সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়। প্রস্তাবটির আওতায় যুদ্ধবিরতির ওই সময়ের মধ্যে গাজায় আটক থাকা অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।