
স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী
স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে দৈনিক তিন ঘণ্টা করে জোরপূর্বক ব্যায়াম করাতেন শিবম উজ্জ্বল নামের উত্তর প্রদেশের এক বাসিন্দা। কোনো দিন ব্যায়াম না করলে দেওয়া হতো না খাবার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী ওই নারীর নাম শানু ওরফে শানভি। তিনি উত্তর প্রদেশের গাজিয়াবাদের মেয়ে।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত শিবম আর শানুর পারিবারিকভাবেই বিয়ে হয়। শিবম একটি সরকারি স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক। শানুর দেওয়া তথ্যমতে, শিবমের ধারণা ছিল তিনি চাইলেই নোরা ফাতেহি কিংবা বলিউডের যেকোনো অভিনেত্রী বা তাদের মতো ‘সুন্দর’ দেখতে কোনো নারীকে বিয়ে করতে পারতেন। এ ছাড়া, শিবম ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই অশ্লীল ভিডিও দেখতেন বলে অভিযোগ শানুর।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৬ মার্চ বিয়ে হয় শানু আর শিবমের। বিয়েতে শানুর পরিবারকে প্রায় ৭৬ লাখ রুপির যৌতুক দিতে হয়েছে, যার মধ্যে গয়নাই ছিল ১৬ লাখ রুপির। এ ছাড়া, শিবমকে ২৪ লাখ টাকার একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি উপহার দিয়েছে শানুর পরিবার। এ ছাড়া, নগদ আরও ১০ লাখ টাকা খরচ হয়েছে। শানু ভেবেছিলেন জীবনের নতুন অধ্যায় বেশ সুখেই কাটবে তাঁর। কিন্তু বিয়ের পরপরই ভুল ভাঙে।