
কাজ নেই রুদ্রনীলের, অর্থকষ্টে বিক্রি করেছেন বাড়ি-গাড়ি
এক সময় টালিউডে রুদ্রনীল ঘোষ ছিল নিয়মিত মুখ। নানা চরিত্রে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। তবে গত কয়েক বছরে বদলে গেছে চিত্র। ইদানীং আর সেভাবে পর্দায় দেখা যায় না তাঁকে। সেটার পেছনে একটাই কারণ—রাজনীতি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে টালিউডে অনেকটাই কোণঠাসা রুদ্রনীল।
অনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে। রুদ্রনীল বলেন, ‘আমি রেঞ্জ রোভার চড়তাম। ৬৫ লাখ টাকার গাড়ি। কোনো রাজনীতির পয়সায় নয়, আমার অভিনয়ের পরিশ্রমের টাকা দিয়ে কেনা। গাড়িটা বিক্রি করতে হয়েছে। রানীকুঠির একটি ফ্ল্যাটও বেচতে হয়েছে।’
রুদ্রনীল বলেন, ‘আমার হাতে কাজ নেই। তাহলে কী করব? চুরি তো করব না। গাড়ি-বাড়ি বেচতে হয়েছে, কারণ, দীর্ঘ দিন ধরে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমার রোজগারটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল।’ এক সময় যেসব নির্মাতা-বন্ধুদের সিনেমায় নিয়মিত অভিনয় করতেন, এখন রাজনৈতিক মতভেদের কারণে তাঁরা আর ডাকেন না রুদ্রনীলকে।