হাতিরঝিলে ফের বন্ধ ওয়াটার ট্যাক্সি, দুর্ভোগ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ০৮:৪৪

দেড় মাসের মধ্যে দ্বিতীয়বারের মত রাজধানীর হাতিরঝিলে চলছে না ওয়াটার ট্যাক্সি; যাতে এ পথে নিয়মিত চলাচলকারীরা পড়েছেন বিপাকে।


এবার বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ওয়াটার ট্যাক্সি পরিচালনায় যুক্ত কর্মীরা কর্মবিরতি শুরু করেছেন। গত সোমবার থেকে তারা এ দাবিতে কাজে যোগ না দিলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ নৌ পথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।


বিশেষ করে অফিসের আগে ও ছুটির পর যারা এ পথে চলাচলে অভ্যস্থ হয়ে পড়েছিলেন তাদের দৈনন্দিন রুটিনে ছন্দপতন হয়েছে।


ওয়াটার ট্যাক্সির পরিচালনাকারী প্রতিষ্ঠান করিম গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী মাসুম জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াটার ট্যাক্সি চালানো, কাউন্টারের টিকেট বিক্রেতাসহ ৬০ জনের বেশি কর্মী আছেন। তারা বেতন বাড়ানোর দাবিতে ওয়াটার ট্যাক্সি চালানো বন্ধ রেখেছেন।


“তারা সোমবার থেকে বন্ধ করে দিয়েছে। আমাদের উপরের লেভেল থেকে তাদের সঙ্গে আলাপ করা হচ্ছে। কবে চালু হবে বুঝতে পারছি না।”


হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সেবা পরিচালিত হয় রাজউকের তত্ত্বাবধানে। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ খন্দকার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করিম গ্রুপের অভ্যন্তরীণ কারণে ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ আছে। সম্ভবত কর্মীদের বেতন নিয়ে কোনো ঝামেলা আছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও