ট্রাম্প ও পুতিনের খেলায় ইউক্রেইন

বিডি নিউজ ২৪ আলমগীর খান প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ১৩:২৭

ইউক্রেইনে রুশ আগ্রাসন বন্ধে চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত ডনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সভা কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়া শেষ হয়েছে—এটি এখন সবারই জানা। এবার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ওয়াশিংটনে, যেখানে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।


এবারের বৈঠকে জেলেনস্কি একা নন; তার সঙ্গে আছেন ইউরোপীয় কমিশনের প্রধান এবং ইউরোপের কয়েকটি দেশের সরকার প্রধানও। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, জেলেনস্কির কূটনৈতিক অবস্থান আগের তুলনায় শক্তিশালী এবং তিনি এককভাবে নন, বরং আন্তর্জাতিক সমর্থন নিয়ে আলোচনায় প্রবেশ করছেন।


গুরুত্বপূর্ণ দিকটি হলো, ২৮ ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির পূর্ববর্তী বৈঠক বাগবিতণ্ডা ও হতাশার মধ্যে শেষ হয়েছিল। বহু আশা নিয়ে হোয়াইট হাউসে গিয়েও জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কুশীলব হিসেবে অভিহিত হতে হয়েছিল তখন।


পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করার পেছনে ট্রাম্পের নির্বাচন স্পষ্ট—এটি সাবেক রুশ এলাকা, যা আমেরিকা ১৮৬৭ সালে মাত্র ৭২ লাখ ডলারে রাশিয়ার কাছ থেকে কিনেছিল। ট্রাম্পের এই কূটনৈতিক বৈঠকের জন্য এই স্থান পছন্দ করাটাকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে দেখা যেতে পারে।


ট্রাম্পের ভাষায় ওই সভায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, কিন্তু বাস্তবে এ ধরনের আলোচনাকে অশ্বডিম্ব প্রসবকারী সভা হিসেবে আখ্যায়িত করা যায়, যেখানে বড় বড় দাবি থাকলেও বাস্তব ফলাফল শূন্যের কাছাকাছি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি সম্পন্ন হয় না। তিনি আরও বলেন, তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন ও একমত হয়েছেন। কিন্তু আসল কাজ কিছুই হয়নি সেটি সবার জানা। অথচ ওই সভার আগেও তিনি হুমকি দিয়েছেন যে, যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে।


প্রকৃতপক্ষে, আলাস্কার ওই বৈঠকে পুরো লাভবান হয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেইন আক্রমণের পর তিনি অনেকটা একঘরে হয়ে পড়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের চোখে যুদ্ধাপরাধী হিসেবেও চিহ্নিত হয়েছেন। অথচ ওই বৈঠকের আগে ট্রাম্পের কাছ থেকে পেলেন লাল-গালিচা সংবর্ধনা, যা কেবল তার কূটনৈতিক বৈধতাকেই বাড়িয়ে দিল না, বরং তাকে আন্তর্জাতিক পরিসরে নতুন করে আলোচনার টেবিলে ফিরিয়ে আনল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও