
বিমানের রেকর্ড মুনাফা
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৯৩৭ কোটি টাকার অনিরীক্ষিত মুনাফার ঘোষণা দিয়েছে।
৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ এই অর্জনের পেছনে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা ও যাত্রীসেবার উন্নয়নকে কৃতিত্ব দিয়েছে বিমান।
বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার এ বি এম রওশন কবির বলেন, '১৯৭২ সালে মাত্র ১ কোটি ৯০ লাখ টাকা রাজস্ব নিয়ে যাত্রা শুরু করা বিমান ধীরে ধীরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সীমিত অবকাঠামো ও সম্পদ থেকে আজকের আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইনসে রূপ নিয়েছে।'
সম্প্রতি বিমানের উড়োজাহাজে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি, এভিয়েশন বিশেষজ্ঞরা বিমানের বকেয়া ও দায়ের পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন। এমন সময় বড় অংকের এই মুনাফার ঘোষণা দিলো সংস্থাটি।
সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানের কাছে পাবে ৮ হাজার ১২৭ কোটি টাকা।