দুটি যুক্ত হবে এ বছর, আরও তিনটি জাহাজ কিনতে চায় বিএসসি

প্রথম আলো প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ০৯:০৬

সরকারি কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থে কেনা দুটি জাহাজের প্রথমটি আগামী সেপ্টেম্বরে সংস্থাটির বহরে যুক্ত হবে। দ্বিতীয়টি যুক্ত হবে নভেম্বরের শেষে। অর্থাৎ আগামী আড়াই মাসের মধ্যে সংস্থাটির বহরে নতুন জাহাজ দুটি যুক্ত হতে যাচ্ছে। বিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।


নতুন এই দুই জাহাজের পাশাপাশি আরও তিনটি নতুন জাহাজ কেনার প্রক্রিয়াও শুরু করেছে সংস্থাটি। সরকারি অর্থায়নে এই তিন জাহাজ কেনার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবও প্রণয়ন করা হচ্ছে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে তিনটি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে চায় বিএসসি।


এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক প্রথম আলোকে বলেন, বিশ্বের বিভিন্ন শিপইয়ার্ডে নির্মাণাধীন রয়েছে, এমন জাহাজ প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কেনা হচ্ছে। এতে কম সময়ে বিএসসির বহর সমৃদ্ধ হচ্ছে। নতুন আরও যে তিনটি জাহাজ কেনার পরিকল্পনা করা হচ্ছে, সেগুলোও নির্মাণাধীন অবস্থায় কেনা হবে। আগামী জানুয়ারির মধ্যে এসব জাহাজ বিএসসির বহরে যুক্ত হওয়ার আশা রয়েছে।


বিএসসির বহরে বর্তমানে পাঁচটি জাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্য পরিবহনের উপযোগী বাল্ক জাহাজ। নতুন দুটি বাল্ক জাহাজ যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা বেড়ে সাতটিতে উন্নীত হবে। নতুন দুই জাহাজ থেকে বছরে বাড়তি ১৫০ কোটি টাকা আয় হতে পারে বলে বিএসসি আশা করছে। আর এই দুই জাহাজে পালাক্রমে বছরে ১৫০ নাবিকের কর্মসংস্থান হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও