ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু ভারতীয় বোর্ডের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ১৩:৪৯

খেলা চলার সময় কোনো ক্রিকেটার গুরুতর চোটে পড়লে লড়াইটা হয়ে ওঠে কিছুটা অসম। ১১ জনের সঙ্গে তখন লড়তে হয় ১০ জনকে। এই পরিস্থিতি ঠেকাতে ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), যেটির নাম দেওয়া হয়েছে ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট।’


ভারতীয় বোর্ডের আওতায় একাধিক দিনের ম্যাচের টুর্নামেন্ট যেগুলো, সেখানে প্রযোজ্য হবে এই বদলি। নতুন মৌসুম শুরুর টুর্নামেন্ট দুলিপ ট্রফি থেকেই কার্যকর হবে তা। ভারতের চারটি অঞ্চল নিয়ে চারদিনের ম্যাচের এই আসর শুরু আগামী ২৮ অগাস্ট। ভারতের মূল প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রাঞ্জি ট্রফিতেও থাকবে এই বদলির নিয়ম।


খেলা শুরুর পর কোনো ক্রিকেটার গুরুতর চোট পেলেই কেবল বদলি নেওয়া যাবে এবং সেটি হতে হবে বহিঃস্থ (এক্সটারনাল) চোট। যেমন, বড় কোনো আঘাত, চিড় ধরা বা বড় ধরনের কেটে যাওয়ার মতো কিছু। হ্যামস্ট্রিং বা ক্র্যাম্প, স্ট্রেইন কিংবা এই ধরনের সমস্যায় বদলি মিলবে না।


চোটাক্রান্ত ক্রিকেটারের চোটের গভীরতার মেডিকেল রিপোর্ট জমা দিয়ে ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষে বদলি ক্রিকেটার নামানো যাবে। তবে বদলি ক্রিকেটারকে অবশ্যই ‘লাইক-ফর-লাইক’ হতে হবে, মানে ব্যাটসম্যানের বদলি ব্যাটসম্যান, বোলারের বদলি বোলার, অলরাউন্ডারের বদলি অলরাউন্ডার। স্কোয়াডের যে কোনো সদস্যই ‘লাইক-ফর-লাইক’ হলে তাকে বদলি হিসেবে কাজে লাগানো যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও