বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী যেসব সাবেক ছাত্রদল নেতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ২০:১৫

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনও এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক দলগুলোও প্রার্থী নির্বাচন-প্রচারণা নিয়ে সরব। জোর প্রস্তুতি নিচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ।


সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এরই মধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা বিভিন্ন জেলা-উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করছেন। শীর্ষ নেতৃত্ব সবার মতামত নিয়ে চূড়ান্ত প্রার্থী নির্ধারণের চেষ্টা চলছে। নেতারাও গণসংযোগ ও সদস্য সংগ্রহে সময় পার করছেন।


সম্প্রতি দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ায় নেতাকর্মীরা বেশ চাঙা। তফসিল ঘোষণার আগেই দেশে ফিরতে পারেন বলে গুঞ্জন রয়েছে। কিছু এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলেও সম্মিলিত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বিএনপি। দলটির ছাত্র সংগঠন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরাও আছেন মনোনয়ন দৌড়ে। যদিও সাবেক নেতারা এখন কেউ কেউ দলের নীতিনির্ধারক পর্যায়ে আছেন। কয়েকজন আগে এমপি-মন্ত্রীও হয়েছেন। তাদের সঙ্গে আছেন অপেক্ষাকৃত তরুণ নেতারা। তারাও দলের জন্য কাজ করছেন এবং মনোনয়ন দাবিদার। সাবেক এসব নেতা তাদের সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা কাজে লাগিয়ে প্রার্থী হিসেবে জয় নিশ্চিত করতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও