সরকার হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়াল পার্কে হালাল পণ্য তৈরি হবে যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে। দেশে হালাল পণ্যের তিন মিলিয়ন ডলারের মার্কেট রয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের এই ইচ্ছের কথা জানান।
শফিকুল আলম সম্প্রতি প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিভিন্ন দিক তুলে ধরে জানান, আমাদের দেশে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যা রয়েছে। মালয়েশিয়ায় যেখানে ৩৫ মিলিয়ন জনসংখ্যা সেখানে আমাদের জনসংখ্যা ১৮০ মিলিয়ন।