পাম অয়েলে চুলের যত্ন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ১৭:১৬

চুলের যত্নে তেলের ব্যবহার অপরিহার্য। চুলে পুষ্টি জোগাতে, চুল নরম করতে কিংবা চুলের যাবতীয় সমস্যা দূর করতে একাধিক তেল ব্যবহার করে থাকেন। তবে জানেন কি? চুলে পাম তেল ব্যবহারে চুল হয় সুন্দর ও ঝলমলে। অনেক আগে থেকেই নারীরা তাদের চুলের যত্নে পাম অয়েল ব্যবহার করে থাকেন। পাম ফলের বীজ থেকে তৈরি এই তেলে রয়েছে একাধিক উপকারী উপাদান।


আসুন জেনে নেওয়া যাক পাম অয়েল আমাদের চুলে কী কী উপকার করে-


মাথার ত্বকের ক্ষতি হতে দেয় না


লাল পাম অয়েল মাথার ত্বকের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে। এতে থাকা ক্যারোটিন মাথার ত্বকে সিরাম উৎপাদন বাড়িয়ে তুলতে সাহায্য করে। যার ফলে চুল শুষ্ক হয় না। এতে রুক্ষ চুলের সমস্যা দূর হয়। এছাড়া এটি সূর্যের ইউভি রশ্মির ক্ষতি থেকে মাথার ত্বককে রক্ষা করতে পারে।


চুল গভীরভাবে পরিষ্কার করে এবং মসৃণ করে


মাথার ত্বক পরিষ্কার করতে ও চুলকে মসৃণ করতে পাম অয়েল বেশ উপকারী। এই তেলে থাকা মিরিস্টিক অ্যাসিড চুল ও মাথার ত্বক পরিষ্কার করে। স্টিয়ারিক অ্যাসিড যা চুল ডিহাইড্রেটেড করে। চুল পাকার সমস্যা দূর করতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও