যুক্তরাষ্ট্রের বাজারে টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ১৬:৫১

পাল্টা শুল্কের চাপের মধ্যেও এ বছর যুক্তরাষ্ট্রের বাজারে টি-শার্ট রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। নিকারাগুয়া, হন্ডুরাস ও চীনের মতো টি-শার্টে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোকে পেছনে ফেলে প্রথমবারের মতো বাংলাদেশ এই শীর্ষ অবস্থানে উঠে এসেছে।


যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র ১১৭টি দেশ থেকে মোট ৩৫২ কোটি মার্কিন ডলারের টি-শার্ট আমদানি করেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে ৩৭ কোটি ৩২ লাখ ডলারের টি-শার্ট। গত বছর শীর্ষে থাকা নিকারাগুয়া এ সময়ে রপ্তানি করেছে ৩৬ কোটি ১২ লাখ ডলারের সমমূল্যের টি-শার্ট।


বাংলাদেশ এর আগে কখনো যুক্তরাষ্ট্রের টি-শার্টের বাজারে শীর্ষ রপ্তানিকারক ছিল না। ৩৬ বছর (১৯৮৯ থেকে ২০২৪) ধরে হন্ডুরাস, নিকারাগুয়া, হংকং, জ্যামাইকা, মেক্সিকো ও চীনের টি-শার্ট এই বাজারে আধিপত্য ধরে রেখেছিল। চীন ও হংকং ছাড়া শীর্ষস্থানে থাকা দেশগুলোর বেশির ভাগই এত দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির কারণে শুল্কসুবিধা পেয়ে আসছিল। কিন্তু বছরের শুরুতে এই চিত্র বদলে গেছে। গত ২ এপ্রিল থেকে সব দেশের পণ্য আমদানিতে ন্যূনতম ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তাতে শুল্ক সুবিধার আওতায় থাকা নিকারাগুয়া ও হন্ডুরাসকেও টি-শার্টে ন্যূনতম শুল্ক দিতে হয়। প্রথম দফায় শুল্কের এমন চাপ মোকাবিলা করে বাংলাদেশের টি-শার্ট যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম স্থানে উঠে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও